Tuesday, August 12, 2014

হোমিওপ্যাথিতে অর্গানন অফ মেডিসিন এর সংক্ষিপ্তসার ০১ থেকে ১০


প্রশ্ন ০১: অর্গানন অফ মেডিসিন সূত্র: ১-২ এর সংক্ষিপ্তসার কী:
সূত্র -: দ্রুত, শান্ত ও স্থায়িভাবে আরোগ্য বিধান করাই হইল চিকিৎসকের একমাত্র উদ্দেশ্য। টীকা: কাল্পনিক পদ্ধতি রচনা ও তাহার ব্যাখ্যার চেষ্টা না করিয়া।
প্রশ্ন ০২: অর্গানন অফ মেডিসিন সূত্র:-৪ এর সংক্ষিপ্তসার কী:
সূত্র ৩-৪: রোগে আরেগ্যের বিষয় অনুসন্ধান এবং বিভিন্ন ঔষধের কার্যকরী শক্তি কি তাহা জানা, যাহাতে রোগে ঔষধ প্রয়োগ করা যাইতে পারে; এবং মানুষের স্বাস্থ্য কিভাবে রক্ষা করা যায় সে সম্বন্ধে জ্ঞান।
প্রশ্ন ০৩: অর্গানন অফ মেডিসিন সূত্র: ৫ এর সংক্ষিপ্তসার কী:
সূত্র ৫: উত্তেজক কারণ, মূলকারণ এবং আরোগ্যের সহায়ক অন্যান্য বিষয় সম্বন্ধে অবহিত হওয়া।
প্রশ্ন ০৪: অর্গানন অফ মেডিসিন সূত্র: ৬ এর সংক্ষিপ্তসার কী:
সূত্র ৬: রোগের সমষ্টিগত লক্ষণই হইল রোগ। টীকা: পুরাতনপন্থীগণের রোগের মূলকারণ নির্ণয়ে বৃথা চেষ্টা।
প্রশ্ন ০৫: অর্গানন অফ মেডিসিন সূত্র: ৭ এর সংক্ষিপ্তসার কী:
সূত্র ৭: ঐ সকল বিষয়ে (সূত্র ৫) দিকে মন দিলেও আরোগ্য প্রদান করিতে হইলে (চিকিৎসকের প্রয়োজন শুধু লক্ষণসমষ্ঠিকে দূর করা। 
টীকা : যে সকল কারণ স্পষ্টত রোগ সৃষ্টি করে এবং তাহা বজায় রাখে তাহা দূর করিতে হইবে।
টীকা ২: একটি লক্ষণকে লক্ষ্য করিয়া সাময়িক উপশমকারী ঔষধ দ্বারা চিকিৎসা বর্জনীয়।
প্রশ্ন ০৬: অর্গানন অফ মেডিসিন সূত্র: ৮ এর সংক্ষিপ্তসার কী:
সূত্র ৮: যদি সকল লক্ষণ অন্তর্হিত হয় আভ্যন্তরিক রোগও তাহা হইলে নিরাময় হয়। টীকা: পুরাতনপন্থীগণ নির্বুদ্ধিতাবশত ইহা স্বীকার করেন না।
প্রশ্ন ০৭: অর্গানন অফ মেডিসিন সূত্র: ৯ এর সংক্ষিপ্তসার কী:
সূত্র ৯: সুস্থ অবস্থায় একটি অতীন্দ্রিয় সূক্ষশক্তি (জীবনীশক্তি) দেহযন্ত্রকে সঞ্জীবিত রাখে এবং সুষ্ঠুভাবে তাহাকে পরিচালনা করে।
প্রশ্ন ০৮: অর্গানন অফ মেডিসিন সূত্র:০ এর সংক্ষিপ্তসার কী:
সূত্র ১০: এই শক্তি ব্যতিরেকে দেহ মৃত।

No comments:

Post a Comment