Sunday, August 10, 2014

অটোক্যাড বিষয়ের মডেল টেস্ট বা প্রশ্নেত্তর পর্ব ০১ থেকে ১০ পর্যন্ত

প্রশ্ন ০১: অটোক্যাড কি?
উত্তর: অটোক্যাড হচ্ছে একটি ইন্জিনিয়ারিং ডিজাইন প্রোগ্রাম।
প্রশ্ন ০২: অটোক্যাড এর মাধ্যমে কি করা যায়?
উত্তর: অটোক্যাড এর মাধ্যমে আমরার যারা ডিজাইনার ও টেকনিশিয়ান তারা 
সহজেই দ্বিমাত্রিক(2D) এবং ত্রিমাত্রিক(3D) ডিজাইন তৈরি করতে পারি?
প্রশ্ন ০৩: অটোক্যাড এর ব্যবহার ক্ষেত্র কোথায়?
উত্তর: স্থাপত্যশিল্প ও ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে
প্রশ্ন ০৪: অটোক্যাড কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি?
উত্তর: অটোক্যাড জনপ্রিয় প্রোগ্রামিয় ল্যাঙ্গুয়েজ C++ দিয়ে তৈরি।
প্রশ্ন ০৫: সারা বিশ্বের কোথায় অটোক্যাড ডিজাইনারদের চাহিদা অনেক বেশি?
উত্তর: মধ্যপ্রাচ্যে অটোক্যাড ডিজাইনারদের চাহিদা অনেক বেশি

প্রশ্ন ০৬: ডিজাইনিং এর ক্ষেত্রে অটোক্যাড এর ভূমিকা কি?

উত্তর: ডিজাইনিং বা প্রটোটাইপিং, ম্যাকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন পার্টসের 
বিষয়গুলো পরীক্ষা করে দেখা

প্রশ্ন ০৭: অটোক্যাড কিভাবে ডিজাইনারদের খরচ বাঁচায়?

উত্তর: অটোক্যাডের মাধ্যমে সহজেই একজন আর্কিটেকচার তার মডেলের বিভিন্ন 
অংশ পরিবর্তন করে পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন ফলে অনেক খরচ বেঁচে যায়।

প্রশ্ন ০৮: অটোক্যাড কিভাবে ডিজাইনারদের সময় বাঁচায়?

উত্তর: অটোক্যাড এর কল্যানে অনেক দ্রুত যে কোনো কিছুরই নমুনা ডিজাইন তৈরি
করা যায় ফলে ইঞ্জিনিয়ারদের অনেক মূল্যবান সময় বাঁচাতে সাহায্য করে।

প্রশ্ন ০৯: যোগাযোগ ও একীভুতকরন এর ক্ষেত্রে অটোক্যাড এর ভূমিকা কি?

উত্তর: ডিজাইনকৃত মডেল ডিজিটাল ফরম্যাট এ সংরক্ষন করার ফলে ইঞ্জিনিয়ারগণ
সহজেই তা নিজেদের মধ্যে ও অন্যান্যদের সাথে শেয়ার করতে পারে।
প্রশ্ন ১০: অটোক্যাডে কোন ধরণের ডিজাইন বেশি করা হয়?
উত্তর: বাড়ির প্ল্যান, এলিভেশন, সেকশন, ফার্নিচার লে-আউট, মেকানিক্যাল, সিভিল
এম্ব্রয়টডারি ইত্যাদি।  

No comments:

Post a Comment