Tuesday, August 12, 2014

মারাত্বক ভয়াবহ ইবোলা ভাইরাস কী?

1.     প্রশ্ন: ইবোলা ভাইরাস কী?
উত্তর: ইবোলা ভাইরাস আগে রক্তপ্রদাহজনিত জ্বর [Ebola hemorrhagic fever
(EHF)]
2.     প্রশ্ন: ইবোলা ভাইরাসের নামকরণ কিসের নামানুসারে হয়েছে?
উত্তর: কঙ্গোর ইবোলা নদীর নাম থেকে।
3.     প্রশ্ন: ইবোলা ভাইরাসের গোত্র কতটি?
উত্তর: ৫টি
4.     প্রশ্ন: ইবোলা ভাইরাস গোত্রের মধ্যে কতটি প্রজাতি মানুষের শরীরে সংক্রমিত হয়?
উত্তর: ৩টি
5.     প্রশ্ন: ইবোলা ভাইরাসের প্রজাতির মধ্যে সবচেয়ে মারাত্মক কোনটি?
উত্তর: জাইরে (Zaire)
6.    প্রশ্ন: প্রথমবার ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার কত ছিলো?
উত্তর: ৯০ শতাংশ
7.     প্রশ্ন: ভয়াবহ ইবোলা ভাইরাসটি মানবদেহে কিভাবে কাজ করে?
উত্তর: মানবদেহে রক্তপাত ঘটায়। লিভার, কিডনিকে অকেজো করে দেয়, রক্তচাপ
কমিয়ে দেয়, হৃৎপিণ্ডের স্পন্দন কমিয়ে দেয় এবং শ্বাস-প্রশ্বাস ব্যাহত করে।
8.     প্রশ্ন: ইবোলা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির প্রাথমিক লক্ষণ কী?
উত্তর: প্রথমে নিরীহ ফ্লুর মতো হালকা জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা অনুভব
করে।
9.     প্রশ্ন: ইবোলা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মৃত্যুর কারণ কী?
উত্তর: আক্রান্ত ব্যক্তির লিভার, কিডনি, হৃদপিন্ড অকেজো করে দেয়, যার ফলে
রোগীর মৃত্যু ঘটে।
10. প্রশ্ন: ইবোলা ভাইরাস কিভাবে ছড়ায়?
উত্তর: বাদুরের খাওয়া ফল থেকেই ইবোলা ভাইরাস মানুষের দেহে প্রথম প্রবেশ
করে

No comments:

Post a Comment