আমরা কি করি?


আমরা কি করি: () পিএসসি/ইসিই, জেএসসি/জেডিসি, এসএসসি/দাখিল, এইচএসসি/আলীম ইত্যাদি পাবলিক পরীক্ষা সহ অন্যান্য সকল পরীক্ষার প্রস্তুতির জন্য মডেল টেস্ট প্রশ্ন প্রস্তুত সরবরাহ করি। () বিভিন্ন চাকুরির নিয়োগ পরীক্ষা, কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, পেশাগত দক্ষতা পরীক্ষার প্রস্তুতির জন্য মডেল টেস্ট প্রশ্ন প্রস্তুত সরবরাহ করি () ঢাকা সহ সারা দেশের শীর্ষস্থানীয় স্কুল গুলো থেকে মডেল টেস্ট প্রশ্ন সংগ্রহ সরবরাহ করি। () মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহকারীদের মধ্যে সাফল্য অর্জনকারীদের বাৎসরিক পুরস্কার বৃত্তি প্রদান করি। () বিভিন্ন পেশার পেশাজীবিকে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করি। () বিভিন্ন বিষয়ের উপর কুইজ কনটেস্ট এর আয়োজন করি। () আমাদের কার্যক্রম প্রচার প্রসারের জন্য সাপ্তাহিক, মাসিক বুলেটিন প্রকাশ করি।

আমাদের লক্ষ্য উদ্দেশ্য: () ঢাকা সহ সারা দেশের শীর্ষস্থানকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৈরিকৃত বিভিন্ন পরীক্ষার মডেল টেস্ট পল্লী অঞ্চলে পৌছানো () তৃণমূল পর্যায়ের শিক্ষার্থীদের মান উন্নয়নে সহযোগীতা করা () শিক্ষার্থীরা যাতে শ্রেণী কক্ষের বাইরে সৃজনশীল চিন্তার পরিবেশ পায় সে রকম পদক্ষেপ গ্রহণ করা () শীর্ষস্থানকারী শিক্ষার্থীদের পড়াশোনার সাথে পল্লী অঞ্চলের শিক্ষার্থীদের পড়াশোনার সমন্বয় সাধন করা () মডেল টেস্টের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীকে পরীক্ষার সঠিক প্রস্তুতি গ্রহণে সহযোগীতা করা () মেধাবী শিক্ষার্থী অভিজ্ঞ শিক্ষকদের সমন্বয় সাধন করা। () একজন শিক্ষার্থীর সাথে অন্য শিক্ষার্থীর দৃষ্টিভঙ্গির বিনিময় করা।

আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা: () শিক্ষা সংক্রান্ত স্টেশনারী পণ্য বিপণন করা। () কেবি কিডস্ ক্লাব গঠন করা। () কনজুমার জাতীয় পণ্য বিপণন করা। () ওয়েব সাইট ডিজাইন ডেভলপ করা। () কেবি কুইজ কনটেস্ট এর আয়োজন করা। () বুলেটিন, পত্রিকা, বই ম্যাগাজিন প্রকাশ করা। () ঔষধ ফুড সাপ্লিমেন্ট জাতীয় পণ্য বিপণন করা।

No comments:

Post a Comment