Wednesday, August 13, 2014

হোমিওপ্যাথিক ঔষধ আবিষ্কারক জার্মানীর স্যামুয়েল হ্যানিম্যান

১৮৪৩ সালের এইদিন – হোমিওপ্যাথিক ঔষধ আবিষ্কারক জার্মানীর স্যামুয়েল হ্যানিম্যান মারা যান। স্যামুয়েল হ্যানিম্যান জার্মানির স্যাক্সনি প্রদেশে মেসেন শহরে ১৭৫৫ সালের ১০ এপ্রিল জন্মগ্রহণ করেন। ১৭৯০ খ্রীষ্টাব্দে তিনি হোমিওপ্যাথিক প্রথম ঔষধ চায়না আবিষ্কার করেন। তিনি ১৮০৫ সালে হোমিওপ্যাথি চিকিৎসা চালু করেন। ১৮১০ খ্রীষ্টাব্দে অর্গানন অব মেডিসিন প্রথম সংস্করন লেখেন এবং তা প্রকাশ করেন। ১৮১৮ খ্রীষ্টাব্দে অর্গানন অব মেডিসিন দ্বীতিয় সংস্করন লেখেন। ১৮২৪ খ্রীষ্টাব্দে অর্গানন অব মেডিসিন তৃতীয় সংস্করন লেখেন। ১৮২৯ খ্রীষ্টাব্দে অর্গানন অব মেডিসিন চতুর্থ সংস্করন লেখেন। ১৮৩৩ খ্রীষ্টাব্দে অর্গানন অব মেডিসিন পঞ্চম সংস্করন লেখেন। ১৮৪২ খ্রীষ্টাব্দে অর্গানন অব মেডিসিন ষষ্ট সংস্করন লেখেন। এইটিই তাঁর শেষ অবদান এবং তিনি বলেন পূর্নাঙ্গের পথে হোমিওপ্যাথি। অর্গানন অব মেডিসিন ষষ্ট সংস্করনের বাংলা অনুবাদ করেন অনুবাদক – ডাঃ হরিমোহন চৌধুরী।

No comments:

Post a Comment