Tuesday, August 12, 2014

হোমিওপ্যাথিতে অর্গানন অফ মেডিসিন সূত্র: ২৩ থেকে ৪০ এর সংক্ষিপ্তসার


প্রশ্ন ০১: অর্গানন অফ মেডিসিন সূত্র: ২৩ এর সংক্ষিপ্তসার কী:
সূত্র ২৩: স্থায়ী রোগলক্ষণ বিপরীত লক্ষণবিশিষ্ট ঔষধ (অ্যান্টিপ্যাথিক) দ্বারা আরোগ্যপ্রাপ্ত হয় না।
প্রশ্ন ০২: অর্গানন অফ মেডিসিন সূত্র: ২৪-২৫ এর সংক্ষিপ্তসার কী:
সূত্র ২৪-২৫: এতদ্ব্যতীত চিকিৎসাপদ্ধতি হইল হোমিওপ্যাথি, সদৃশ লক্ষণবিশিষ্ট ঔষধ দ্বারা চিকিৎসা। অভিজ্ঞতা হইতে জানা যায় তাহাই হইল একমাত্র হিতকারী পদ্ধতি।
প্রশ্ন ০৩: অর্গানন অফ মেডিসিন সূত্র: ২৬ এর সংক্ষিপ্তসার কী:
সূত্র ২৬: ইহা নির্ভর করে প্রকৃতির আরোগ্যনীতির উপর; জীবন্ত দেহে একটি প্রবলতর সদৃশ রোগ, প্রকৃতিতে বিভিন্ন অন্য একটি রোগকে সূক্ষভাবে স্থায়িরূপে ধ্বংস করিতে পারে। টীকা: ইহা শারীরিক ও মানসিক উভয়বিধ ব্যাধির প্রতিই প্রযোজ্য।
প্রশ্ন ০৪: অর্গানন অফ মেডিসিন সূত্র: ২৭ এর সংক্ষিপ্তসার কী:
সূত্র ২৭: অতএব ঔষধের আরোগ্যকারী ক্ষমতা নির্ভর করে সদৃশ লক্ষণের উপর।
প্রশ্ন ০৫: অর্গানন অফ মেডিসিন সূত্র: ২৮-২৯ এর সংক্ষিপ্তসার কী:
সূত্র ২৮-২৯: এই আরোগ্যনীতির ব্যাখ্যা।
প্রশ্ন ৬: অর্গানন অফ মেডিসিন সূত্র: ৩০-৩৩ এর সংক্ষিপ্তসার কী:
সূত্র ৩০-৩৩: প্রাকৃতিক রোগ অপেক্ষা ঔষধজ শক্তি দ্বারা দেহের স্বাস্থ্য পরিবর্তিত হওয়ার প্রবণতা অধিকতর।
প্রশ্ন ০৭: অর্গানন অফ মেডিসিন সূত্র: ৩৪-৩৫ এর সংক্ষিপ্তসার কী:
সূত্র ৩৪-৩৫: হোমিওপ্যাথিক আরোগ্যনীতির সত্যতা প্রমাণিত হয় পুরাতন পীড়ায় অসদৃশ লক্ষণ চিকিৎসার ব্যর্থতা দ্বারা। এখানে দুইটি অসদৃশ রোগ একই দেহে মিলিত হইয়া পরস্পরকে দূরীভূত করিতে বা আরোগ্য প্রদান করিতে পারে না।
প্রশ্ন ০৮: অর্গানন অফ মেডিসিন সূত্র: ৩৬(ক) এর সংক্ষিপ্তসার কী:
সূত্র ৩৬(ক):  দেহে অবস্থিত পুরানো রোগটি যদি সমান বলশালী বা প্রবলতর হয় তাহা হইলে বিসদৃশ নূতন আগন্তুক রোগকে তাড়াইয়া দেয়।
প্রশ্ন ০৯: অর্গানন অফ মেডিসিন সূত্র: ৩৭ এর সংক্ষিপ্তসার কী:
সূত্র ৩৭:  সেজন্য অসদৃশ চিকিৎসায় চিররোগ যেমন ছিল তেমনি থাকে।
প্রশ্ন ১০: অর্গানন অফ মেডিসিন সূত্র: ৩৮(খ) এর সংক্ষিপ্তসার কী:
সূত্র ৩৮(খ):  কিংবা আগন্তুক নূতন ব্যাধি যদি অধিকতর প্রবল হয় তাহা হইলে যতদিন তাহার ভোগকাল থাকে পুরাতন রোগটিকে চাপা দিয়া রাখে, কিন্তু দূরীভূত করিতে পারে না।
প্রশ্ন ১১: অর্গানন অফ মেডিসিন সূত্র: ৩৯ এর সংক্ষিপ্তসার কী:
সূত্র ৩৯:  এইজন্য অ্যালোপ্যাথিক ঔষধ দ্বারা প্রচন্ড চিকিৎসায় চিররোগ সারে না, কেবল যতদিন ঔষদের ক্রিয়া চলে ততদিন চাপা থাকে। তাহার পর পুরাতন রোগটি আবার পূর্বের মতো বা বর্ধিত আকারে দেখা দেয়।
প্রশ্ন ১২: অর্গানন অফ মেডিসিন সূত্র: ৪০(গ) এর সংক্ষিপ্তসার কী:
সূত্র ৪০(গ):  কিংবা নবাগত রোগটি অনেকদিন অবস্থানের পর বিসদৃশ পুরাতন রোগটির সহিত মিলিত হইয়া একটি জটিল রোগের সৃষ্টি করে, একটি অপরটিকে দূর করে না।

No comments:

Post a Comment