Thursday, July 24, 2014

০০২ মডেল টেস্ট পরীক্ষার মাধ্যমে দশ রকমের সুবিধা পাওয়া যায়



  1. মডেল টেস্ট একজন শিক্ষার্থীর পড়াশোনাকে উৎসাহিত করে।
  2. মডেল টেস্ট জ্ঞানের দুর্বলতম স্থানকে চিহ্নিত করে।
  3. মডেল টেস্ট জ্ঞানের ভান্ডারকে সংগঠিত করতে সাহায্য করে
  4. মডেল টেস্ট পরবর্তী অধ্যায়; থেকে জানার আগ্রহ আরও বাড়িয়ে তোলে।
  5. মডেল টেস্ট একজন শিক্ষককে কোনটি পড়ানো হয়েছে এবং কোনটি পড়াতে হবে তার ধারণা দেয়।
  6. মডেল টেস্ট একজন শিক্ষার্থীর স্কোর বৃদ্ধি করে, কোনটি জানা হয়েছে এবং কোনটি জানা প্রয়োজন তার ধারণা প্রদান করে।
  7. মডেল টেস্ট নতুন অধ্যায় পাঠের সময় পুরাতন অধ্যায়ের অভিজ্ঞতাকে কাজে লাগায়
  8. মডেল টেস্ট প্রশ্ন সম্পর্কে নতুন নতুন ধারণা প্রদান করে।
  9. মডেল টেস্ট নতুন তথ্য সম্পর্কে ধারণা দেয়, যে তথ্য সম্পর্কে একজন শিক্ষার্থী পুর্বে প্রশ্ন করেনি।
  10. মডেল টেস্ট এর আরেকটি সুবিধা হলো শিক্ষার্থীদের নিজেদের মধ্যে প্রতিযোগীতা বৃদ্ধি করে।

(কেবি মডেল টেস্ট)

No comments:

Post a Comment