Tuesday, October 21, 2014

বাংলায় পিএইচপি বেসিক সংক্রান্ত প্রশ্নোত্তর ০১ থেকে ১০

প্রশ্ন০১: পিএইচপি কোড কে কাজ করাতে ফাইলটি কি এক্সটেনশন দিয়ে সেভ করতে হয়?
উত্তর: .php এক্সটেনশন
প্রশ্ন০২: পিএইচপি কোড এর প্রতিটি অংশ কি দিয়ে শুরু করতে হয়?
উত্তর: <?php চিহ্ন
প্রশ্ন০৩: পিএইচপি কোড এর প্রতিটি অংশ কি দিয়ে শেষ করতে হয়?
উত্তর: ?> চিহ্ন
প্রশ্ন০৪: পিএইচপি কোড এর প্রতিটি আলাদা instruction(code line) কি দ্বারা শেষ করতে হবে।
উত্তর: সেমিক্লোন(;) দ্বারা শেষ হবে।
প্রশ্ন০৫: পিএইচপি প্রোগ্রামে স্ক্রিপ্টিং বলতে আমরা কি বুঝি?
উত্তর: স্ক্রিপ্টিং পিএইচপি প্রোগ্রামের একটি সমার্থক শব্দ
প্রশ্ন০৬: পিএইচপি প্রোগ্রামে ক্রস প্লাটফর্ম বলতে আমরা কি বুঝি?
উত্তর: ক্রস প্লাটফর্ম পিএইচপি প্রোগ্রামের একটি সমার্থক শব্দ
প্রশ্ন০৭: পিএইচপি প্রোগ্রামে HTML-embedded বলতে আমরা কি বুঝি?
উত্তর: HTML-embedded পিএইচপি প্রোগ্রামের একটি সমার্থক শব্দ
প্রশ্ন০৮: পিএইচপি বলতে আমরা কি বুঝি?
উত্তর: PHP:Hypertext Preprocessor
প্রশ্ন০৯: পিএইচপি ল্যাংগুয়েজটির উদ্দেশ্য কি?
উত্তর: ডাইনামিকালি দ্রুত ওয়েব পেজ তৈরী করা ।
প্রশ্ন১০: পিএইচপি প্রোগ্রামে সার্ভার সাইড বলতে আমরা কি বুঝি?
উত্তর: স্ক্রিপ্টগুলোকে ইউজারের কম্পিউটার থেকে নিয়ন্ত্রনের বদলে সার্ভার থেকে handle করা

No comments:

Post a Comment